
প্রকাশিত: Wed, Dec 7, 2022 9:22 PM আপডেট: Wed, Apr 30, 2025 12:38 AM
আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতায় এলে নতুন কিছু কি হবে?
দিপু তৌহিদুল: বিএনপির বিশাল বিশাল জনসমাবেশ দেখে এটা খুবই স্পষ্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ ও গণমাধ্যম আমাদের এতোদিন ভুল কিংবা মিথ্যা পড়িয়ে গিয়েছে। বাস্তবতা বলছে, বিএনপি বাংলাদেশে এখনো অনেক জনপ্রিয় একটি রাজনৈতিক দল। শত রকমের জটিল নোংরা বাধা-বিপত্তি আর শর্তের বেড়াজালের মধ্যেও তাঁরা প্রতিটি বিভাগীয় সমাবেশগুলোই জনসমুদ্রে পরিণত হচ্ছে, মানুষ কষ্ট করে সমাবেশগুলোকে সফল করছে, লক্ষণীয় বিএনপির এসব সমাবেশে তার নেতা-কর্মী, সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষরাও স্বেচ্ছায়ই অংশ নিচ্ছে, নইলে বিএনপির সমাবেশগুলো লোকে লোকারণ্য হতোই না, সমাবেশে যোগ দেওয়া সব মানুষ বিএনপিপন্থী এটা আমি মোটেও বিশ্বাস করি না।
এখন বোঝা যাচ্ছে বিএনপির বিশাল জন সমর্থন রয়েছে, যা পরিকল্পিতভাবে এতদিন চাপে রেখে ঢেকে রাখা হয়েছিল। তারপরেও আমি বলবো, ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্র নামের এই আর্থিক দুর্বল সংসারের দায়িত্ব মানে ক্ষমতা থেকে বিএনপির আপাতত দূরে অবস্থান নেওয়াই উচিত কাজ হবে। বাংলাদেশের নাগরিকদের আরও বেশ কিছুটা সময় আওয়ামী শাসন প্রাপ্য। আন্দোলন করে বিএনপি ক্ষমতায় এলে কী ঘটবে, বিএনপি কি আর্থিক খাতগুলো রাতারাতি সংস্কার করতে পারবে? মোটেও না, যদি তারা সেটা করতে না পারে তাহলে নাগরিক মাইন্ড সেট দ্রুত ঘুরে যাবে এবং যেটা বিএনপির জন্য বিপর্যয় বাড়াবে। এর চাইতে খুব ভালো আওয়ামী লীগ এই ক্ষমতায় থাকুক যাতে করে সুবোধ নাগরিকরা তাদের দীর্ঘ সময়ের মৌন আচরণের সুফল ভোগ করতে সক্ষম হয়। বিএনপির নেতাকর্মী, সমর্থকদের পাশে সাধারণ নাগরিকরাও অংশ নিচ্ছেন, এতদিন এই সাধারণ নাগরিকরা কি নাকে সুরেশ সর্ষের তেল ভরে ঘুমিয়ে ছিলেন? বিএনপি সবসময় মারধর খেয়ে রাজনীতির মাঠে ছিল, কোথায় তখন তো এতো জনসমর্থন আমরা দেখিনি। রাতারাতি এই বদলটা খুব অস্বাভাবিক। ধারণা করি, যে বিএনপির ঘরানার বাইরের নাগরিকরা নিজেদের পেছনে মোটা মোটা আছিলা বাঁশ নজর করে ফেলেছে অমনি তারা তাদের রংটা বদলে বিএনপির ছাতার নিচে এসে দাঁড়িয়েছে।
এই জনসমর্থন সৎ চিন্তা করে না, এরা ধান্দাবাজ। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ শাসন চলমান থাকার পক্ষেই মত দেব, যাতে করে নাগরিকদের রাজনৈতিক চিন্তা ভাবনা স্পষ্টতা আর দেশপ্রেমের মতন ইস্যুগুলোর একটা স্পষ্ট এবং দীর্ঘমেয়াদী ফায়সালা ঘটতে পারে। আপনি বিএনপিপন্থী হলে আমার কথা খুবই অপছন্দ হবে, সেক্ষেত্রে জ্যোতিষীর মতন বলে দেব ‘আওয়ামী লীগকে হটিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় এলে বড়জোর তিন বছর, এরপর সংসার চলে না ক্যারে বলে যারা আনবে, তারাই বিএনপির ল্যাজ ধরে টেনে নামাবে।’ সংসার চালানোর সকল অনুষঙ্গ ঠিক না থাকলে সংসারের হাল ধরতে যাওয়া বেকুবি। ফুয়েল ছাড়া গাড়ি চালাতে পারবেন ? তিক্ত কথন। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
